হাতিয়ায় পূজামন্ডপ পরিদর্শন করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদল

হানিফ সাকিব,হাতিয়া :
প্রকাশের সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ । ৬:২২ অপরাহ্ণ

হাতিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পরামর্শে পূজা-মন্ডপ পরিদর্শন করেন আঞ্চলিক সমন্বয়কদের একটি টিম। শুক্রবার রাতে ও শনিবার সকালে হাতিয়ার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন তারা।  হিন্দু ধর্মালম্বীদের গুরুত্বপূর্ণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃংখলাসহ সার্বিক বিষয় পর্যবেক্ষন করেন তারা।

পর্যবেক্ষন টিমের সদস্য ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক হাতিয়ার কৃতি সন্তান তানভীর শরীফ। আরো উপস্থিত ছিলেন ফজলে এলাহী হৃদয়, ফারদিন ইসলাম নিলয়, মো: আবির, মো: মামুন, আব্দুল কাদের জিলানী শুভ সহ প্রমুখ।

সমন্বয়করা হাতিয়া পৌরসভা এলাকার মন্দির, বুড়িরচর ও তমরদ্দি ইউনিয়নের বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন। তারা হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা, সুযোগ সুবিধাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এসময় মোবাইলে ভার্চুয়াল বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি হিন্দু সম্প্রদায়ের পূজায় নিরাপত্তাসহ সার্বিক বিষয় কঠোর ভাবে নিশ্চিত করা হবে বলে জানান।

পরে বিশেষ অতিথির বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক তানভীর শরীফ বলেন, বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়াতেও হিন্দু সম্প্রদায়ের লোকজন যেন নিরাপদ ভাবে বসবাস করতে পারে সে জন্য আমরা কাজ করছি। সকল ধর্মের মানুষ এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একই সমাজে বসবাস করতে পরিবেশ তৈরি করা হবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন