কুড়িগ্রামে বিশ্বনবি (সাঃ)কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তিকারী ২ যুবক আটক

মোঃ আশিকুর সরকার (রাব্বি), নিজস্ব প্রতিবেদক :
প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ । ৯:২৬ পূর্বাহ্ণ

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় শাহীন আলম নামের একজন যুবক তার ফেসবুক আইডিতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিমূলক পোস্ট করেন। এবং পরবর্তীতে উক্ত ফেসবুক পোস্টটি কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান এর নজরে আসলে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার কুড়িগ্রামের নেতৃত্বে কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী সহ একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির ব্যবহার করে উক্ত কটুক্তিকারী শাহীন আলম’ কে দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় কুড়িগ্রাম সদর থেকে গ্রেফতার করে এবং তার তথ্যের ভিত্তিতে এই ঘটনার সাথে জড়িত লাভলু নামের আরো একজনকে উলিপুরের মন্ডলের হাট এলাকা থেকে বিকাল আনুমানিক ০৪:০০ ঘটিকায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তকারী যুবক শাহীন আলম (৩০) রাজারহাট উপজেলার ফুলবাড়ি উপনচৌকি গ্রামের বাসিন্দা এবং মোঃ লাভলু মিয়া (২৯) উলিপুর উপজেলাধীন মন্ডলের হাট ব্যাপারী পাড়া এলাকার বাসিন্দা।
এবিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম রেজা বলেন অভিযুক্ত ব্যক্তিকে গ্ৰেফতার করা হয়েছে।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন