দশমিনায় মৎস্য ও নৌ পুলিশের যৌথ অভিযান আটক ৪

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালী :
প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ । ৬:৫৬ অপরাহ্ণ

মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ অভিযান চলাকালে, ইলিশ আহরনকালে অবৈধ কারেন্ট জালসহ ৪ জনকে আটক করে।

গতকাল রোববার দশমিনা উপজেলা মৎস্য দপ্তর, তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে ৪জন জেলেকে পাতার চর সংলগ্ন তেতুলিয়া নদীতে মৎস্য শিকাররত অবস্থায় আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে সুলতান সিকদার, জাহাঙ্গীর শরিফ,খলিল হাওলাদার ও মিজান গাজী। এদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং জেল হাজতে পাঠানো হয়েছে।

জব্দকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জালগুলো নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় বাংলাদেশ নৌ-পুলিশ দশমিনার হাজার হাট নৌ পুলিশ সহায়তা করেন বলে জানান মেরিন ফিশারিজ মোঃ নাজমুল হাসান।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন