
রাজশাহীর বাঘা উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠসহ বাজার এলাকার রাস্তা সংস্কারের দাবিতে সোমবার (১৪ অক্টোবর) উপজেলা চত্বরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সচেতন নাগরিকের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ-আল মামুন, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক আনোয়ার হোসেন পলাশ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মজিবর রহমান জুয়েল, মামিনুল ইসলাম হিটলার ও মেম্বার রেজাউল করিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আশরাফুজ্জামান বিদ্যুৎ, পিয়াস আহমেদ, হিমেল আলী, অনিক আহমেদ, রনি আহমেদ, মাসুদ রানা, শাহিনুর রহমান, রকি আহমেদ, সুলতান আহমদ প্রমুখ।
উল্লেখ্য, বাঘা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ দির্ঘদিন সংস্কার না করায় ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে। এছাড়াও উপজেলা সদরের আম চত্তর থেকে বাঘা বাজার এলাকার রাস্তা ভাঙ্গা-চোরার ফলে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে।