বাঘায় আওয়ামীলীগের জাহিদসহ গ্রেপ্তার-২

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ । ৯:১০ অপরাহ্ণ

বাঘায় রাজনৈতিক মামলায় উপজেলার বাউসা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে দোকান পুড়ানো, হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

বিএনপির জাহিদ হাসানসহ দুজনের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) জাহিদ হাসানকে ও আগের দিন রাতে সোহাগ হোসেনকে গ্রেপ্তার করা হয়। সোহাগ হোসেন বাঘা পৌর সভায় নৈশ প্রহরি পদে কর্মরত ও আওমীলীগ নেতা বলে জানা গেছে। জাহিদুল ইসলাম জাহিদ বাউসা হেদাতিপাড়া গ্রামের বাসিন্দা।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, দেশের পট পরিবর্তনের পর তাদের বিরুদ্ধে আগের দোকান পুড়ানো, হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন