ধামইরহাটে হাত ধোয়া দিবস পালিত

মোঃ উজ্জল হোসেন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ । ৭:৩৩ অপরাহ্ণ

নওগাঁর ধামইরহাটে হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে একটি র‌্যালী উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।

সহযোগিতা করে ওয়ার্র্ড ভিশন ও ডাসকো ফাউন্ডেশন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার আলোচনা সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে হাত ধোয়া দিবসের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভি,ডাসকো ফাউন্ডেশনের কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার (সিডিও) মোসাঃ আরিফা, ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, ধামইরহাট প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মাসুদ সরকার ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার কুন্ডু, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, বিএমডিএ সহকারী প্রকৌশলী আন্নাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা (রিপা), ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন কোরাইয়া, মডেল প্রেসক্লাবের সভাপতি অনিন্দম মাহমুদ প্রমূখ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন