
নীলফামারীর ডোমারে শান্ত ইসলাম(২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার(১৫অক্টোবর) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের ভেলসিপাড়া মোলানি নামক স্থানের রেললাইনের ব্রীজের নিচে পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শান্ত ইসলাম সৈয়দপুর পৌরসভার হাত্তিখানা এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
নিহত শান্ত ইসলামের মা বিউটি বেগম জানান মরদেহটি তার ছেলে শান্ত ইসলামের, গত সোমবার রাতে চিলাহাটি থেকে নীলসাগর ট্রেনে ছেলেসহ সৈয়দপুরে বাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলাম। ট্রেনটি ডোমার স্টেশনে আসলে সিট থেকে উঠে যায় শান্ত। পরে তাকে অনেক খুজাখুজি করেও পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে লোক মারফত খবর পেয়ে থানায় এসে দেখি মরদেহটি আমার ছেলে শান্ত ইসলামের।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।