সাঙ্গু নদীতে নৌকায় ডুবে নারী নিখোঁজ

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান :
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ । ৯:২৭ অপরাহ্ণ

বান্দরবানের রুমা বাজার থেকে বাড়ির ফেরার পথে সাঙ্গু নদীতে নৌকা ডুবে উয়ইচিং মারমা (৩৬) নামে এক নারী নিখোঁজ হয়েছে। নিখোঁজ নারীর এখনো সন্ধান পাওয়া যায়নি।

১৪ অক্টোবর সোমবার বিকেলে পাইন্দু ইউনিয়নে ১নং ওয়ার্ডে গংগা পাড়া ঘাটে এই ঘটনা ঘটে।

নিখোঁজ নারী তমক পাড়া গ্রামে মংচিংখয় মারমার মেয়ে উয়ইচিং মারমা (৩৬)। তার দুই মেয়ে এক ছেলে রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে নৌকা যোগে গ্রাম থেকে সপরিবার নিয়ে রুমা বাজারে আসেন প্রবারণা পূর্ণিমা বাজার করতে। বাজার শেষ করে বিকাল দিকে ১৮ জন যাত্রী নিয়ে এলাকাতে রওনা দেয় নৌকাটি। খক্ষ্যংঝিড়ি এলাকা গংগা পাড়া ঘাটে পৌছার আগে নৌকা ইঞ্জিনে আগুন লাগে। এসময় নৌকাটি ঘুরাতে গিয়ে নদীতে ডুবে যায়। এই ঘটনায় অন্যান্য যাত্রীরা প্রাণ বাচাতে পারলেও পানিতে ডুবে উয়ইচিং মারমা নিখোঁজ হয়ে যায়। পরে এলাকাবাসীরা অনেক খোঁজাখুঁজি করলেও তাকে আর পাননি।

পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, বাজার করে বাড়িতে ফেরার পথে নৌকাটি ডুবে গেলে পানিতে পড়ে মহিলাটি নিখোঁজ হয়ে যায়। এলাকাবাসীরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে ফায়ার সার্ভিসকেও অবগত করা হয়েছে, আগামীকাল উদ্ধারে চালানো হবে বলে জানান তিনি।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন