আক্কেলপুরে রায়কালী ইউনিয়ন জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

মো: মিশিকুল মন্ডল, স্টাফ রিপোর্টার:
প্রকাশের সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪ । ৯:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ ১৫ অক্টোবর বিকেলে রায়কালী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে ।

ইউনিয়ন সভাপতি ক্বারী আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ গোলাম কিবরিয়া মন্ডল ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী এস এম রাশেদুল আলম সবুজ, উপজেলা আমীর মাওলানা শফিউল হাসান দীপু, উপজেলা সেক্রেটারি মোঃ সাখাওয়াত হোসেন সুইট, উপজেলা বায়তুলমাল সম্পাদক হাবিবুর রহমান, পৌর আমীর মোস্তাফিজুর রহমান, পৌর সেক্রেটারি মোঃরিপন হোসেন, গৌপিনাথপুর ইউনিয়ন আমীর আব্দুল মজিদ, সেক্রেটারি হাফেজ ওয়ালী উল্লাহ, তিলকপুর ইউনিয়ন সভাপতি হাফেজ নজরুল ইসলাম সহ সমাবেশে স্থানীয় জামায়াত -শিবির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন