
শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির পল্টন জয় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি আর্ট ক্যাম্প ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পেরাছড়া এনসিটিএফ-এর আয়োজনে এবং ওয়াই মুভস্ প্রকল্প, জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে এই ক্যাম্পটি পরিচালিত হয়। ক্যাম্পের কারিগরি সহায়তা দেয় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং অর্থায়নে ছিল সিডা।
ক্যাম্পে শিশু, কিশোর-কিশোরী ও যুবদের অংশগ্রহণ ছিল ব্যাপক। আয়োজকদের মতে, কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিশুদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটানো এবং শিল্পের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি শিশু অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আর্ট প্রশিক্ষক সাপু ত্রিপুরা এবং ওয়াই মুভস্ প্রকল্পের প্রোগ্রাম অফিসার দোলন দাশ, সংবাদকর্মী ও সংগঠক দহেন বিকাশ ত্রিপুরা। এছাড়া পেরাছড়া এনসিটিএফ-এর সদস্য পার্বতী ত্রিপুরার সভাপতিত্বে ক্যাম্পটি পরিচালিত হয়।
অংশগ্রহণকারীরা আর্ট ক্যাম্পে তাদের সৃজনশীলতা ও শিল্প প্রতিভার প্রকাশ ঘটানোর সুযোগ পেয়েছেন। শিশু অধিকার নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও শিখেছেন তারা।
অনুষ্ঠান শেষে সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তদের মধ্যে ছিলেন মুক্তা ত্রিপুরা, ধনিকা ত্রিপুরা, শিশু রানী ত্রিপুরা, মনিকা ত্রিপুরা এবং উর্মি ত্রিপুরা।
আর্ট প্রশিক্ষক সাপু ত্রিপুরা তার বক্তব্যে বলেন, “আর্ট শুধুমাত্র একটি সৃজনশীল শিল্প নয়, এটি সমবেদনা প্রকাশ এবং প্রতিবাদ করার মাধ্যম হিসেবেও ব্যবহৃত হতে পারে। আর্টিস্ট হতে গেলে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম জানার প্রয়োজন, যার মধ্যে আলো-ছায়া, বলিষ্ঠ রেখা, বস্তু বিন্যাস, ভারসাম্য, পরিপ্রেক্ষিত এবং ডাইমেনশন উল্লেখযোগ্য।”
আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে শিশুদের সৃজনশীলতা বিকাশ এবং তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, ১ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সহিংসতার কারণে তা স্থগিত করা হয়। পরে ১৬ অক্টোবর ২০২৪, মঙ্গলবার অনুষ্ঠাটি সম্পন্ন করা হয়েছে বলে আয়োজকরা জানান।