
দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারীর ডোমার উপজেলা শাখার অফিস উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা শহরের মসজিদ মার্কেটে জামায়াতে ইসলামীর উপজেলা শাখা উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডোমার পৌর আমীর নুর কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুর রশীদ, উপজেলা আমীর খন্দকার আহমাদুল হক মানিক, উপজেলা সেক্রেটারি হাফেজ আব্দুল হক। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ অফিস উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
উল্লেখ্য, উপজেলা জামায়াতের অফিসটি ২০১২ সালে আওয়ামীলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভেঙে দেয়। এরপর থেকে দলীয় কার্যক্রম চলমান থাকলেও উপজেলা জামায়াতের স্থায়ী কোনো অফিস নির্মাণ করা হয়নি।