বেনাপোলের মাদক ব্যবসায়ী সুইটের যাবজ্জীবন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ । ১০:২৮ পূর্বাহ্ণ

বেনাপোলে চিহ্নিত মাদক ব্যবসায়ী হেরোইন চোরাচালান মামলায় মনিরুজ্জামান সুইটকে যাবজ্জীবন সশ্রম কারাদ-ও ২০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার১৬অক্টোবর যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক তসলিম আরিফ এই রায় দিয়েছেন। দ-প্রাপ্ত সুইট বেনাপোলের দীঘিরপাড় গ্রামের কবির হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।

সংশ্লিষ্ট সূত্র মতে, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি সকাল ৮ টার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ সাদীপুর গ্রাম থেকে মনিরুজ্জামান সুইটকে আটক করে। এসময় তার কাছ থেকে একশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় এসআই এহসানুল হক বেনাপোল পোর্ট থানায় সুইটের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

তদন্ত শেষে এসআই সফিকুল ইসলাম সর্দার ২০১৭ সালের ৩০ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। গতকাল আসামির উপস্থিতিতেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরো ছয় মাসের কারাদ-ের আদেশ দেয়া হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন