হাতিয়া সোনাদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতিকে আটক করেছে পুলিশ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ । ৮:৫৫ অপরাহ্ণ

হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আলীকে আটক করেছে হাতিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা সদর ওছখালি থেকে তাকে আটক করে হাতিয়া থানা নিয়ে আসা হয়।মোহাম্মদ আলী উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত আবদুল আলীর ছেলে। তিনি উক্ত ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে জাতীয় পত্রিকায় অনিয়মের খবর প্রকাশিত হওয়া সহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী হাতিয়া থানা সিআর ৩২৩/২৪ ইং মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তার বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে।এ বিষয়ে হাতিয়া থানা ওসি (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মোহাম্মদ আলী পরোয়ানাভুক্ত আসামী। পরবর্তীতে তাকে কোর্টে প্রেরণ করা হবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন