লালপুরে গোয়াল ঘরের তালা ভেঙ্গে মহিষ চুরি, আহত -১

লালপুর (নাটোর) প্রতিনিধি :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ । ৯:০৫ অপরাহ্ণ

নাটোরের লালপুর উপজেলার রুইগাড়ি গ্রামে নাজিম উদ্দিন নামের এক কৃষকের গোয়াল ঘর থেকে একটি মহিষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা ওই গ্রামের জুয়েল (৩০) নামের একজনকে পিটিয়ে জখম করেছে।

বৃহস্পতিবার (১৭অক্টোবর ) গভীর রাত ৩:৩০ টার দিকে এই ঘটনা ঘটে। কৃষক নাজিম উদ্দিন জানান, রাত ৩:৩০ টার দিকে কয়েক জন চোর তার গোয়াল ঘরের তালা ভেঙ্গে এক জোড়া মহিষ চুরি করে বাইরে নিয়ে যায়।

এ সময় তারা চিৎকার, চেঁচামেচি শুরু করলে চোরেরা পিক আপ ভ্যানে করে একটি মহিষ নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। মহিষ নিয়ে পালানোর সময় বাধা দেওয়ায় চোরেরা জুয়েল নামে এক জনের মাথায় আঘাত করে। আহত জুয়েলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুয়েল রুইগাড়ি গ্রামের হারুন সরকারের ছেলে।

লালপুর থানার ওসি নুরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে । তদন্ত চলছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন