নরসিংদীর শিবপুর উপজেলায় সবজীর বাজার দর উর্ধগতি

আবু নাঈম রিপন, নরসিংদী :
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ । ১০:১২ পূর্বাহ্ণ

সারা দেশের ন্যায় নরসিংদীর শিবপুর উপজেলায় সবজীর বাজার দর উর্ধগতি সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় প্রতিটি পরিবারে এখন নাভিশ্বাস। এভাবে চলতে থাকলে দেশের মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি, আইন শৃঙ্খলার অবনতি, ব্যবসা বাণিজ্যে ধস।
সব মিলিয়ে একটা হষবরগল অবস্থা! সামনে কি হয় বলা মুশকিল, বর্তমানে একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা করা ছাড়া অন্য কোন পথ নাই সাধারণ জনগণের

শিবপুর উপজেলার বেশ কয়েকটি কাচা বাজারের মূল্য তালিকা নিম্মে দেওয়া হলো।

টমেটো: ২৮০ টাকা
মরিচ: ৪০০
দুনিয়া পাতা: ৫৫০
গাজর: ১৯০ টাকা
ডিমের হালি: ৮০ টাকা
লাউ: ১০০ টাকা (প্রতি পিস)
বেগুন: ১৪০ টাকা
কচুর লতি: ১০০ টাকা
মুলা: ১০০ টাকা
পটল: ৬০ টাকা
ঢেঁড়স: ৮০ টাকা
শসা: ৭০ টাকা
সিম: ২৫০ টাকা
মিষ্টি কুমড়া: ৫০ টাকা
করল্লা: ১২০ টাকা
পেঁপে: ৪০ টাকা

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন