মোক্তারপুর যুব সমাজ কর্তৃক ফুটবল টুর্নামেন্ট আয়োজিত

আরিফুল ইসলাম (আরিফ) দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ । ১০:৩৫ অপরাহ্ণ

আজ শুক্রবার সকাল ৯ টায় মোক্তারপুর ঈদগাহ মাঠে, মোক্তারপুর যুব সমাজ কর্তৃক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।উক্ত খেলার উদ্ভোধন করেন জনাব মো: শামীম হোসেন (শামু) ৭নং ওয়ার্ড ইউ.পি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ৫ নং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ
ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট এর খেলায় ধারাবিবরণী তে ছিলেন ডাঃমাহমুদ হাসান।

দিনাজপুর ফুলবাড়ীর মোক্তারপুরের সকল যুবকদের মাঠে ফেরাতে এমন উদ্যোগ নেন মোক্তারপুর যুব সমাজ।
আয়োজকদের মধ্যে সিনিয়র এবং তরুন খেলোয়াড়দের কম্বিনেশন দেখা যায়।আশাকরি এভাবে যুব সমাজ কে খেলার মাঠে ফিরিয়ে না সম্ভব হবে।

সিনিয়র খেলোয়াড়দের মধ্যে, রাজিব,মাহমুদ, মামুন খান,মামুন মন্ডল, বিপ্লব,সেলিম,আরিফুল, পারভেজ,আশরাফুল, জামিল এবং তরুনদের মধ্যে আনন্দ,শাহারিয়া,রাফি,আলমগীর, আরিফ,মিজান,লিয়াকত ছিলেন।
খেলা শেষে চাম্পিয়ন হয় রাফির দল
রানার্সআপ:আলমগীর এর দল
সেমিফাইনালে পরাজিত দল:
আরিফ এর দল ও আনন্দ এর দল
বাকি ২ দল হলো
মিজান এর দল ও লিয়াকোত এর দল
ফাইনাল দলে
রাফি দলের পক্ষে ১ টা গোল করে অধিনায়ক রাফি ও আর একটি গোল করে সিয়াম।
চাম্পিয়ন দলের প্লেয়ারদের নাম।
রাফি(অধিনায়ক),রবিউল,সিয়াম,সৈকত, জাহাঙ্গীর, শাহিন,রাকিব
অন্তর।
খেলা উপভোগ করতে গ্রামের এবং আশেপাশের কয়েক শতাধিক দর্শকে উৎসাহ দিতে উপস্থিত হয় খেলার মাঠে।এলকাবাসী জানায় যুব সমাজের ছেলেরা খেলার মাঠে থাকলে অন্যায়, নেশা,জুয়া থেকে দুরে থাকতে পারবে।আমরা চাই পরবর্তী প্রজন্মকে সুন্দর একটা পরিবেশ উপহার দিতে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন