
পটুয়াখালীর দুমকিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন দুমকি উপজেলা জামায়াতে ইসলামী অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুমকি উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল খায়েরের সঞ্চালনায় এবং জামায়াতে ইসলামী দুমকি উপজেলা শাখার আমীর মাওলানা জালাল আহমেদ খান এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুমকি উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আলতাফ হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, দুমকি প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ এবাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খান, প্রেসক্লাব দুমকির সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমূখ। মতবিনিময় সভা শেষে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাংবাদিকদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় দুমকি উপজেলা জামায়াতে ইসলামী ও অংগ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।