
জয়পুরহাটের আক্কেলপুরে একটি মোবাইলের দোকানের টিনের ছাউনি কেটে মোবাইল চুরির অভিযোগ ওঠেছে। ঘটনাটি ১৯ অক্টোবর আক্কেলপুর পৌর এলাকার স্টেশন রোডে মোবাইল বাজার নামক এক প্রতিষ্ঠানে ঘটেছে।
সরোজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যায় দোকান মালিক ইমরান হোসেন (২৫)। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ওই একালার সকল দোকান শুক্রবার বন্ধ থাকায় সারাদিন দোকানে আসেনি দোকান মালিক। শুক্রবার রাত ১ টায় নাইট গার্ডের ফোনের মাধ্যমে জানতে পারেন দোকানের পেছনের অংশের টিনের ছাউনি কাটা। বাড়ি থেকে দোকানের দূরত্ব অনেক হওয়ায় রাতে দোকানে আসতে পারেনি দোকান মালিক। সকালে এসে দেখেন দোকানে ভেতরে থাকা ৪টি স্মার্ট ফোন , ৪০ টির অধিক বাটন ফোন ও নগদ টাকা টিন কেটে ভেতরে ঢুকে চুরি করা হয়েছে।
দোকান মালিক এমরান হোসেন বলেন, নাইট গার্ডের মাধ্যমে শুক্রবার রাতে খবর পেয়েছি। রাতেই আমার পাশর্বর্তী কয়েকজন দোকান মালিককে বিষয়টি জানিয়ে ছিলাম। শনিবার সকালে এসে দেখি ছাউনির পেছনের অংশের টিন কেটে ভেতরে ঢুকে আমার দোকানের মোবাইল ফোনগুলো চুরি করা হয়েছে। ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছি। প্রশাসন ফোনগুলো উদ্ধারের জন্য দ্রুত ব্যবস্থ্যা নিলে খুব উপকৃত হতাাম।
মোমিনুর রহমান সজল নামের এক কাপড় ব্যবসায়ী বলেন, এমরানের ফোনে খবর পেয়ে রাতেই এসে দেখি দোকানের পেছনের টিন কাটা। সকালে দোকান খোলার পরে দেখা যায় ফোনগুলো চুরি হয়েছে। আমরা সকল দোকান মালিকরাও এখন চোর অতঙ্কে রয়েছি।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম মুঠোফোনে জানান, এই ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।