
বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য বাজার সিন্ডিকেডের মাধ্যমে কৃত্তিম সংকট তৈরী করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। গতকাল শনিবার বিকেলে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের হাজারি পাড়াস্থ নয়া কৃষি আন্দোলন নামের কৃষিপণ্য উৎপাদনকারী নিজস্ব প্রতিষ্ঠানে আসেন।
এসময় রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ফরহাদ মাজহার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচীব সাইদ মাহমুদ বেলাল হোসেন, পাবনার জেলা প্রশাসক মফিজুর রহমান, ঈশ্বরদীর ইউএনও সুবীর কুমার দাস, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, প্রাণী সম্পদ রফিকুল ইসলাম, কর্মকর্তা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। পাবনার বিভিন্ন কর্মসূচি শেষে সড়ক পথে ঈশ্বরদীর নয়া কৃষি আন্দোলন অফিসে উপস্থিত হন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় স্থানীয় এলাকাবাসী ও নয়া কৃষি আন্দোলনের সাথে সম্পৃক্ত কর্মকর্তারা তাকে স্বাগত জানান।