
নাটোরের লালপুরে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জন আহত হয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আহম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, একই এলাকার সাবেক ইউপি সদস্য ও রিয়াজ আলীর ছেলে আনসার আলী (৬২)রুস্তম আলীর ছেলে আজিজুল ইসলাম (৩৮) আজিজুলের মেয়ে ফেরদৌসী (৩২) মকছেদ আলীর ছেলে সুকচান আলী ও আজাবুল (৩৮), সবুজ (২৭), শরিফুল (৩৮)। আহতদের মধ্যে ফেরদৌসীর অবস্থা আশংকাজনক হলে রবিবার (২০ অক্টোবর) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
স্থানীয়রা জানান, একই এলাকার মফি খাঁর ছেলে খোরসেদের সঙ্গে একই এলাকার মৃত নজিমের ছেলে মফিজ উদ্দিনের জমিজমা নিয়ে দ্বন্দ্ব হয়ে আসছিল এ ঘটনার জের ধরে মারামারির সুত্রপাত হয় তবে এ নিয় মন্তব্য করতে রাজি হয় নি সাবেক ইউপি সদস্য আনসার আলী।
এ সময় আহতদের দেখতে রাতে হাসপাতালে ছুটে আসেন লালপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনর রশীদ পাপ্পু।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো:নুরুজ্জামান জানান এ বিষয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।