লালপুরে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় ফের অভিযান

লালপুর (নাটোর) প্রতিনিধি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ । ৮:২১ অপরাহ্ণ

নাটোরের লালপুরে চলতি সপ্তাহে আবারও পদ্মানদীতে মা ইলিশ ধরা বন্ধের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে জাল দিয়ে মাছ ধরার অপরাধে জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব শিমুল আক্তার।

এ সময় ৬ লাখ টাকা মূল্যের অবৈধ ১৫০টি চাইনা দুয়ারি ও ৪০০০ মিটার কারেন্ট জাল এবং ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ইলিশ মাছগুলো উপজেলার লক্ষীপুর রওজাতুন উলুম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিয়ে দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম নাজিম উদ্দিন ও লালপুর থানা পুলিশের একটি চৌকস দল।

অভিযান শেষে মৎস কর্মকর্তা জনাব এস. এম নাজিম উদ্দিন বলেন, আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় নিয়মিত তদারকি করা হবে এবং অভিযান চলবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন