ডিএমপির মাদকবিরোধী অভিযানে ১১ জন গ্রেফতার ১১

মো লুৎফুর রহমান রাকিব, স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ । ১১:৫৫ অপরাহ্ণ

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য উদ্ধারসহ ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৪ পিস ইয়াবা, ১ কেজি ৭০ গ্রাম গাঁজা, ১ .৫ গ্রাম হেরোইন ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রুজু হয়েছে।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২২অক্টোবর) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে ও মাদকের সাথে জড়িতদের গ্রেফতারে ডিএমপির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন