লালপুরে মাইক্রোবাসের চাকায় পিষ্ট শিশু শিক্ষার্থী

লালপুর (নাটোর) প্রতিনিধি :
প্রকাশের সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪ । ৮:৩৪ অপরাহ্ণ

নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় ইমা খাতুন (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার তিলকপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ইমা উপজেলার ভাটপাড়া গ্রামের ইমরানের মেয়ে ও তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায় দুপুর ১টার দিকে স্কুল ছুটির পর ইমা তার কয়েকজন সহপাঠীর সাথে দোকানে যাবার সময় রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি মাক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ইমার বাবা ইমরান জানান ভাটপাড়া গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় মেয়েকে নানার বাড়ি তিলকপুরে রেখে তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেন। প্রায় ৪ বছর যাবৎ ইমা তার নানা নানীর কাছে থাকে। দুপুরে লোক মারফত জানতে পারি সড়ক দূর্ঘটনায় ইমার মৃত্যু হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন