শার্শায় সাজাপ্রাপ্ত পাঁচ আসামি গ্রেপ্তার

মনির হোসেন, বেনাপেল প্রতিনিধি :
প্রকাশের সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪ । ৮:৩৭ অপরাহ্ণ

যশোরের শার্শা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত‌ পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) ভোররাতে শার্শা থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জাহাঙ্গীর আলম, আনিছ সরদার, মোহাম্মদ আলী নেদু, মিলন গাজী ও রেবেকা খাতুন। এরা মাদকসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও পলাতক ছিল।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন