ছবির প্রচারণায় ঢাকায় আসছেন জিৎ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ । ৩:০৮ অপরাহ্ণ

প্রথমবারের মত নির্মাতা হিসেবে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সঞ্জয় সমদ্দারের। তবে সেটি ঢাকাই সিনেমা দিয়ে নয়, কলকাতার। আগামী ২৪ নভেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে সিনেমা ‘মানুষ’, যেটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ।
২৪ নভেম্বর ছবিটি পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে বলে জানিয়েছে বাংলাদেশের প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এছাড়া ছবির প্রচারণায় নায়ক ঢাকায় আসবেন বলেও জানা গেছে।

প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘বাংলাদেশে বড় পরিসরে মুক্তি পাবে জিতের এই ছবি। এখন পর্যন্ত বাংলাদেশে মুক্তি পাওয়া জিতের সব ছবিই দর্শক গ্রহণ করেছে। ছবিটিতে মূল ভূমিকায় আছেন বাংলাদেশের কলাকুশলীরা- পরিচালক ও অভিনেত্রী। তাই ছবিটি নিয়ে দর্শকদের আরো বেশি আগ্রহ থাকবে। জিৎও ছবিটি মুক্তির আগে বাংলাদেশের প্রচারণায় অংশ নেবেন।’
তবে ছবির প্রচারণায় অংশ নিতে জিৎ কবে ঢাকায় আসবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু বলা হয়নি।
‘মানুষ’ সিনেমাটি প্রযোজনা করেছে জিতের গ্রাসরুট এন্টারটেইনমেন্ট। এতে জিতের বিপরীতে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন