লোহাগড়া পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ যুবক গ্রেফতার

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ । ৮:০০ অপরাহ্ণ

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ পলাশ মোল্যা(৩০) নামের ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ পলাশ মোল্যা লোহাগড়ার রামকান্তপুর গ্রামের কাউসার মোল্যার ছেলে। গত ২৩ অক্টোবর’রাতে লোহাগড়ার ৩ নং শালনগর ইউনিয়নের রামকান্তপুর মধ্যপাড়া সাকিনস্থ জনৈক পাখির পুকুর পাড় সংলগ্ন ইটের সলিং ৩/ রাস্তার মোড় হতে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মাসুদুর রহমান, এসআই(নিঃ) মোঃ মাহবুব আলম সিদ্দিক, এএসআই(নিঃ) মোঃ ছদরুল আলম ও এএসআই(নিঃ) মোঃ মাজহারুল ইসলাম অভিযান চালিয়ে মোঃ পলাশ মোল্যা কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫১পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন