লালপুরে অবৈধভাবে গাঁজার গাছ চাষকারী আটক

লালপুর নাটোর প্রতিনিধি :
প্রকাশের সময়: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ । ১০:৫১ অপরাহ্ণ

নাটোরের লালপুরে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৫ অক্টোবর) রাতে লালপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টায় উপজেলার আরবাব ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে গাঁজার গাছ চাষকারীকে আটক করেছে।

লালপুর থানা সূত্রে জানা যায় গাঁজার গাছসহ আটককৃত আসামি আ. কুদ্দুস (৫২) উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আজের উদ্দিনের ছেলে।

সে দীর্ঘদিন ধরে তার বসতবাড়িতে গাঁজার গাছ চাষ করে আসছিল। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং শনিবার (২৬ অক্টোবর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন