স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে খাগড়াছড়িতে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
প্রকাশের সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ । ৭:২৩ অপরাহ্ণ

স্বাস্থ্য সুরক্ষায় “পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৭অক্টোবর, ২০২৪খ্রি.) খাগড়াছড়িতে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি খাগড়াছড়ি পৌরসভা কর্তৃক আয়োজিত এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিইডির সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ছাত্র-ছাত্রী, পৌর নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খোন্দকার, বলেন, “শুধুমাত্র হাত ধোয়ার মাধ্যমে ৭৫% রোগ আমরা প্রতিরোধ করতে পারি।”

প্রধান অতিথি নাজমুন আরা সুলতানা বলেন, “শারিরিকভাবে সুস্থ থাকতে হলে আমাদের প্রতিবার খাবার গ্রহণের পূর্বে হাত ধোতে হবে। সাবান দিয়ে নূন্যতম ১০ সেকেন্ড হাত ধোতে হবে। করোনাকালীন সময়ে শারিরিক নিরাপত্তার প্রথম শর্ত ছিল সাবান দিয়ে হাত ধোয়া।”

এছাড়া, তিনি বাচ্চাদের মধ্যে দুই স্কুলের ১০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে বালতি, মগ, সাবান ও লিকুইড হ্যান্ড ওয়াশ বিতরণ করেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন