ঈশ্বরদীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মামুনুর রহমান,ঈশ্বরদী পাবনা :
প্রকাশের সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ । ৭:৫৩ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে আজ রবিবার সকাল নয়টায় রেলগেটস্থ বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও দলীয় সঙ্গীতের সাথে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসুচির উদ্বোধন করা হয়।

কর্মসুচির শুরুতেই ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব, বিএনপি নেতা এসএম, ফজলুর রহমান, আলাউদ্দিন বিশ্বাস, ইলিয়াস হোসেন, আনোয়ার হোসেন জনি,হুমায়ুন কবীর দুলাল, উপজেলা যুবদল নেতা আতিয়ার রহমান, মতিয়ার রহমান, সাজেদুল ইসলাম দুলাল, রাজু আহমেদ, আনোয়ার মালিথা,বাবু সরদারসহ বিএনপি ও যুবদলের ঈশ্বরদী পৌর ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দিনব্যাপী ফ্রি-স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন শেষে ঈশ্বরদী পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন