সখিপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা ও দোয়া মাহফিল

মোঃ হাফিজুর রহমান , বিশেষ প্রতিনিধি :
প্রকাশের সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ । ৭:৫৮ অপরাহ্ণ

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লগী-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় বিচারের দাবি ও শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৭ অক্টোবর) বিকেলে সখিপুর তালতলা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সখিপুর উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সখিপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আল-আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদ।

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার নায়েবে আমীর খন্দকার আবুর রাজ্জাক, টাঙ্গাইল জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক মাও: শফিকুল ইসলাম খান, সখিপুর উপজেলা শাখার সাবেক আমীর হায়দার আলী মাস্টার প্রমুখ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন