দুমকিতে ভোক্তা অধিকার অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মেহেদী হাসান শান্ত, দুমকি (পটুয়াখালী) প্রতিনধি :
প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ । ৩:৪৭ অপরাহ্ণ

দুমকিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার পীরতলা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ সোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মুদি, সবজি ও ঔষধের দোকান সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান মনিটরিং করা হয় এ সময় সবজি বিক্রেতাদের অতিরিক্ত অধিক মুনাফায় সবজি বিক্রি করা মূল্য তালিকা থেকে অধিক মূল্যে সবজি বিক্রয় করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করা সহ বিভিন্ন অপরাধে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় নাগরিক ও ব্যবসায়ীদেরকে ভোক্তা অধিকারের বিভিন্ন আইনসহ অন্যান্য বিষয়ে সচেতন করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদেরকে সীমিত লাভে পণ্য বিক্রয় করার জন্য অনুরোধ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাহ সোয়াইব মিয়ার বলেন, বাজার নিয়ন্ত্রণ রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন