রাজস্থলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশূঙ্খলা সভা

হাবীবুল্লাহ মিসবাহ, স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি :
প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ । ৭:৫৫ অপরাহ্ণ

রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশূঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এই আইন -শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়

এতে উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা দূরীকরণের জন্য
সকলের সাথে বিশদভাবে আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিবলী সাফিউল্লাহ, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, বাজার কমিটির সভাপতি ধনরাম কর্মকার, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি প্রিয়লাল, চন্দ্রঘোনা থানার প্রতিনিধি আবদুল হামিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হাসেম মেম্বার, রাজস্থলী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ সহ আনসার ভিডিপি, ফায়ার সার্বিসে প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এই সভায় রাজস্থলী উপজেলার বিভিন্ন মোড়ে সৃষ্ট যানজট দূরীকরণ, মাদক বাল্যবিবাহ চোরাচালান, জন্ম নিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে হয়।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, অচিরেই প্রতিটি বিষয়ের উপর অভিযান চালানো হবে। অভিযান চলাকালে সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানান।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন