
কুমিল্লার লাকসামে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আলি হোসেন (৫০) নামে এক ব্যাক্তি নি*হত হয়েছেন। সোমবার সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার কান্দিপাড় ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন একজন কৃষক সে ওই গ্রামের খালেক মিয়ার ছেলে। মৃত আলী হোসেন বাড়ির উত্তর পার্শ্বে লাকসাম টু মুদাফ্ফরগঞ্জ রোড়ের দক্ষিণ পার্শ্বে বাঁশের ঝোপে বাঁশ কাটার জন্য যায়। বাঁশ কাটার একপর্যায়ে বাঁশ বিদ্যুতের মেইন লাইনের সাথে লেগে মোঃ আলী হোসেন (৪৯) বিদ্যুৎ পৃষ্ঠ হয়। উপস্থিত লোকজন বিষয়টি দেখিয়া মোঃ আলী হোসেন (৪৯) কে তাৎক্ষণিক লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা-নীরিক্ষা করিয়া মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মৃত দেহ বাড়িতে নিয়ে আসা হয়। সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে আমাদের বাড়ীতে উপস্থিত হয়ে মৃত দেহের সুরতহাল প্রস্তুত করেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে দিকে নিজ বাড়ির পাশে বাঁশ ঝাড়ে বাঁশ কাটছিলেন।ঝাড়ের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে এসময় একটি কাটা বাঁশ গিয়ে স্পর্শ করে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান আলী হোসেন।