নরসিংদীর শিবপুর বিয়ের গেইটে বরের পকেট থেকে ৭০ হাজার টাকা নিয়ে পালানোর সময় ১ চোর আটক

আবু নাঈম রিপন :
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪ । ১১:১৪ পূর্বাহ্ণ

নরসিংদীর শিবপুর উপ‌জেলার মা‌ছিমপুর ইউনিয়‌নের ইছব নগর গ্রা‌মে বিয়ের গেইটে বরের পকেট থেকে ৭০ হাজার টাকা চু‌রি ক‌রে পালানোর সময় শাহজালাল নামে এক চোর জনতার হা‌তে ধৃত হয়েছে। সূএমতে জানা যায়, ২৮ইং অ‌ক্টোবর সোমবার আলাউ‌দ্দিন মোল্লার মে‌য়ের সা‌থে উত্তর সাধারচর নয়া পাড়া গ্রা‌মের মৃত মোক্তার হো‌সে‌নের ছে‌লে সৌ‌দি প্রবাসী জা‌হিদ মিয়ার বি‌য়ে দিন ধার্য হয় । যথারী‌তি আজ বিয়ের কর‌তে পাত্রীর বা‌ড়ি‌তে বর সেজে আ‌সেন প্রবাসী জা‌হিদ ।

গেই‌টের সাম‌নে ফিতা কাটার ও পা‌র্টির স্প্রে আনন্দঘন প‌রি‌বেশ সৃ‌ষ্টি হ‌লে অ‌তি সু-‌কৌশ‌লী চোর শাহজাহান পা‌ত্রের স‌ঙ্গে পা‌ত্রির বা‌ড়ি‌র ভিতর কৌশলে ডুকে পড়ে। সময় ও সুযোগমতো চোর বরের নিকট থেকে ৭ ০ হাজার টাকা লু‌টে নিয়ে যায়।প‌রে পাত্র প‌কে‌টে থাকা নগদ টাকা না পে‌য়ে পা‌ত্রের চো‌খে মুখে কান্নার ছাপ দেখ‌তে পে‌য়ে পাত্রী প‌ক্ষের লোকজন কি হয়েছে, জানতে চাইলে, পাত্র জানান,৭০, ০০০/ হাজার টাকা পকেট থেকে খোয়া গে‌ছে বলে জান‌তে পা‌রে । তখন পাত্রীর প‌ক্ষের লোকজন বিষয়‌টি আমলে নি‌য়ে পর্যবেক্ষন ক‌রে একজন‌কে স‌ন্দেহতীতভাবে আঁচ কর‌লে চোর শাহজাহানকে কেউ চে‌নেন না বলে জানান। অ‌চেনা একজন‌কে ঘোরা‌ফেরা ক‌র‌তে দে‌খেন, প‌রে এলাকার প‌রি‌চিত বিভা‌রটেক দি‌য়ে যাওয়ার প‌থে বিভা‌রটেক চালক‌কে ফোন দি‌লে তা‌কে আটক কর‌তে বল‌লে সে দৌড়ে পালানোর চেষ্টা করে ।

এলাকাবাসী ও চোরের পিছনে দৌড়াতে থাকে,অবশেষে পু‌টিয়া ইউ‌নিয়নের তে‌লিয়া ঈদগাহ নদীর পাড় থে‌কে চোরকে ধ‌রতে সক্ষম হয়। তার পরিচয় রায়পুরা উপজেলা, হাসনাবাদ গ্রামের মাইনুদ্দিনের পুএ শাহজাহান(৪৮) চোর ১৯ হাজার টাকা চুরি করেছে বলে স্বীকার করলে,পাত্রী প‌ক্ষের লোকজন চোরকে গ্রা‌মের ইছব নগর মাদ্রাসায় মক্তব বিভাগে এ‌নে তালাবদ্ধ করে আট‌ক রাখে।এবং শিবপুর ম‌ডেল থানা পু‌লি‌শকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে চোরকে শিবপুর মডেল থানায় নিয়ে যান।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন