কবিতা- কাল্পনিক দৃশ্য

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪ । ৭:৩২ অপরাহ্ণ

কাল্পনিক দৃশ্য

শামীম আহমেদ
বারোআনী, সাঁথিয়া পাবনা।

অন্ধকার এলেই কাল্পনিক চোখের হাসি ফুটে উঠে
কারণ তুমি আসবে, অন্ধকার এলেই
কবিতারা ফোটে।
শূন্য আমি কেবল, নিঃশ্বাসের গন্ধে মিলিয়ে থাকবো,
মুগ্ধ স্মৃতির হাতে আমাকে রেখে আসবো,
গন্ধে ভাসবো।
যখন অন্ধকার আসে, ধেয়ে, বায়ু হয়ে আমার দুয়ারে
আমি একা হয়ে যাই, শুধু একা রয়ে যাই
স্মৃতিগুলো ছুঁয়ে।
ঊষার আলোয়, শত কোলাহল ব্যস্থতা, শুধু তুমি নেই
একাকীত্ব এলেই, তুমি আসো, তুমি থাকো
প্রিয় নামে ডাকো।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন