
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের হলরুমে আজ ২৯ অক্টোবর ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনজুর রহমান , মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হোসেন , উপজেলা সমাজসেবা অফিসার ইসমাইল হোসেন , উপজেলা শিক্ষা অফিসার মোস্তফা কামাল , ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো : শফিকুল ইসলাম হাই , খুচরা কাঁচাবাজার দোকানদার বৃন্দ , কাঁচাবাজার আড়তদার, ডিমের আড়তদার,আলু পেঁয়াজ রসুন আড়তদার, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) , সাংগঠনিক সম্পাদক মো: রনি ও প্রচার সম্পাদক মো: দেলোয়ার হোসেন ।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন , ‘ দ্রব্যমূল্যের বর্তমান যে পরিস্থিতি তাতে জনসাধারণের জীবনধারণ কঠিন হয়ে পড়েছে । ডিম সহ আলু পেঁয়াজ প্রত্যেকটা দ্রব্যের পাইকারি ও খুচরা মূল্যে ব্যাপক পার্থক্য রয়েছে । এই মূল্য পার্থক্য যতোটুকু সম্ভব কমিয়ে এনে দ্রব্যমূল্য কমিয়ে এনে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে ‘। তিনি প্রত্যেক ব্যবসায়ীকে দোকানে মূল্য তালিকা প্রদর্শন করতে বলেন এবং রশিদ সংরক্ষণে রাখতে বলেন । সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা উনার বক্তব্যে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন,’ আপনারা সীমিত লাভে যদি পন্য বিক্রি না করেন তাহলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে, প্রয়োজনে সেনা সদস্য দিয়ে বাজার তদারকি করবে ।
সেনাবাহিনী কিন্তু তখন কোন ওজর আপত্তি শুনবে না । কৃষক কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না মধ্যস্বত্বভোগী আপনাদের মতো ব্যবসায়ীদের জন্য । একই পন্য কৃষক এক দামে বিক্রি করছে আবার দোকানদার তার চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি করছে । এই মূল্য পার্থক্য জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে । আপনাদের উচিত এই মুহূর্তে কম লাভে পন্য বিক্রি করে জনগণের পাশে থাকা । সেমিনারে বাজার ব্যবসায়ী অনেকেই উনাদের নিজ নিজ অভিমত প্রকাশ করেন ।