পঞ্চগড়ে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন

জামিউল আহসান,পঞ্চগড় প্রতিনিধি :
প্রকাশের সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ । ২:৫২ অপরাহ্ণ

অদ্য ২৯ই অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ রোজ মঙ্গলবার পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্ত প্রথম দিনের কার্যক্রম প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় পঞ্চগড় জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।

এসময় নিয়োগ বোর্ডের সদস্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত জনাব এ এইচ এম ইয়াদুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার, ফিন্যান্স, ইন্টেলিজেন্স, এসবি, ঢাকা; জনাব মোঃ নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (লজিস্টিকস), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), দিনাজপুর ও জনাব মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) , নীলফামারী , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লা, সহকারী পুলিশ সুপার (দে

বীগঞ্জ সার্কেল) জনাব রুনা লায়লা, মেডিকেল বোর্ডের সদস্য সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করণ শেষে পুলিশ সুপার মহোদয় প্রথম দিন নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানান এবং নিয়োগ সংক্রান্ত কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন। সেই সাথে কেউ যেন প্রতারণার ফাঁদে পা দিয়ে আর্থিক লেনদেন না করে সে বিষয়ে সতর্ক করেন।

তিনি আরো বলেন, কোনরকম আর্থিক লেনদেন কিংবা অন্য কোন উপায়ে এই চাকরি পাওয়ার কোন সুযোগ নেই, চাকরি হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে।

পরিশেষে আগামীকাল (২য় দিনের) পরীক্ষার জন্য সকাল ৭.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স, পঞ্চগড় মাঠে প্রথম দিন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপস্থিত থাকার নির্দেশ প্রদান করেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন