সুজানগরের পদ্মা নদী হতে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি :
প্রকাশের সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ । ২:৫৫ অপরাহ্ণ

পাবনার সুজানগরের পদ্মা নদী থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।জানা যায়,

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে জলদস্যুদের হামলায় নৌকা থেকে পানিতে পড়ে দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৬ ঘণ্টার এএসআই মুকুল হোসেনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

গত রোববার রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকায় পদ্মা নদীতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিলেন পুলিশের দুই সহকারী উপপরিদর্শক। তাদের মধ্যে মঙ্গলবার বিকেল ৩টার দিকে কুমারখালী উপজেলার শিলাইদহ এলাকায় নদী থেকে সদরুল আলমের মরদেহ উদ্ধার করা হয়।

পরে ১৬ ঘণ্টার পর আজ বুধবার সকাল ৭টার দিকে পাবনার সুজানগর উপজেলার মোহনগঞ্জ এলাকায় নদী থেকে এএসআই মুকুল হোসেনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।বিষয়টি নিশ্চিত করেছেন, নৌপুলিশ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন