
বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি) এর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ০১নং বামনডাঙ্গা ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ গণঅধিকার পরিষদ সুন্দরগঞ্জ উপজেলা শাখার প্যাডে উপজেলা সভাপতি মো: রুমন বসুনীয়া এবং সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান এক বিজ্ঞপ্তির মাধ্যমে বামনডাঙ্গা ইউনিয়ন শাখার কমিটি ৬ মাসের অনুমোদন ঘোষণা করেন।
এতে আহ্বায়ক হিসেবে মোঃ তাহমিদুর রহমান এবং মোঃ মামুন সরকারকে সদস্য সচিব করে ৩৭জন বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এদিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন- গাইবান্ধা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আবিদ হাসান ও গাইবান্ধা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো: মিশু পারভেজ পাটোয়ারী। তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সবার আন্তরিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র সংস্কারের কার্যক্রম এগিয়ে যাবে ইনশাআল্লাহ।