বিদ্রোহী বাংলা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪ । ৫:৩৩ অপরাহ্ণ

বিদ্রোহী বাংলা

সাংবাদিক শামীম আহমেদ

তুমি রঞ্জিত রক্তধারা আমার পতাকায়,
তুমি আছো মিশে রিফাত, বিশ্বজিতের সেই ভিডিও তামাশায়।
তুমি সাগর-রুনির ছেলে মেঘের কাছে বিচারের নামে প্রহসন, তুমি তনু, নুসরাত, মিতুর জীবনে হাস্যকর প্রশাসন।

তুমি মাহারা, তুবার জুস নিয়ে ফেরার মিথ্যে আশ্বাস,
তুমি উন্নয়নের দিনে টিনের চশমায় রডের বদলে দাও বাঁশ।
তবুও আমার প্রিয় বাংলা, তুমিই তো ভালোবাসা,
তুমি জন্ম দিয়েছো মাগো, তাই তোমায় ভালোবাসা।

তুমি শহীদের রক্ত, তুমি সংগ্রামের গান,
তুমি মাটির গভীরে স্বপ্নের বিহ্বল দান।
তুমি স্বাধীনতার শপথ, বিদ্রোহের সেই ডাক,
তুমি সাহসের বুকে তর্জনী, উঁচিয়ে বলো “বিপ্লব হবে আজও।”

তুমি শহীদের রক্ত, তুমি স্বপ্নের জমি, শক্তির গুর।
স্বাধীনতার শপথে বুক পেতে দেয়া,
বিদ্রোহী বাংলার আবু সাঈদের সংগ্রামের সুর,

তুমি পরাণের বাংলা, মায়ের বুকে স্নেহের পরশ,
তোমার পথে কাটবে জনতা, করবে অন্যায়ের নাশ।
তুমি আমার গর্ব, তুমি আমার পরিচয়,
তোমারই পানে চেয়ে আমি স্বপ্নের কথা কয়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন