চারঘাটে জাতীয় যুব দিবস উদযাপিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
প্রকাশের সময়: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪ । ৫:৫১ অপরাহ্ণ

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের মত রাজশাহীর চারঘাটেও জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে চারঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে পরিষদ সম্মেলন কক্ষে যুব র‍্যালী, শপথ পাঠ, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মামুন হাসান, উপজেলা জামায়তের আমীর মাস্টার আবুল কালাম আজাদ, সেক্রেটারি আইব আলী, রাজশাহী পূর্ব জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

সবশেষে, প্রশিক্ষনার্থীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন