
বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর ) বিকেল বেতিল কালীমাতা সমীরণ সরকারের সভাপতিত্বে ও সম্পাদক চিত্তরঞ্জন কর্মকারের প্রাচীন ঐতিহ্যবাহী মহাশ্মশান বছরের মত এবছরেও সনাতন অন্যতম ধর্মী উৎসব শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে।
শত বছরের পুরনো শ্রীশ্রী শ্মশান কালীমাতা মন্দিরে শ্যামা কালীপূজায় সারারাত ব্যাপী কালীমাতা পূজা অর্চ্চনা অমাবস্যার রাতে পূজা অর্চ্চনা প্রদীপ প্রজ্বলন, ভোগ, আরতি, অঞ্জলি প্রধান, পাঠা বলিদান মন্দিরে ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
এ সময় চিত্ত কর্মকার,বিশ্বনাথ সঞ্চালনা সরকার,স্বপন কর্মকার, রঞ্জিত ঘোষ,ডাঃ স্বপ্ন মালাকার,দুলাল ঘোষ, বিমল দাস, নারায়ন হালদার,পংকজ ধর্মলম্বীদের সরকার,নির্মল কর্মকার,শুম্ব মদক, নিপন কুমার মদক,বিজয় হালদার, রতন হালদার,পলান হালদার, রতন কর্মকার সহ শতশত বিভিন্ন বয়সী হাজারো ভক্তরা পূজায় অংশ গ্রহণ করেন।