সাঁথিয়ায় জাতীয় যুব দিবস পালিত

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি :
প্রকাশের সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪ । ১০:০৫ পূর্বাহ্ণ

দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে পাবনার সাঁথিয়ায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

আজ শুক্রবার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তাগণ উল্লেখ করেন, দেশের মোট জনসংখ্যার প্রায় এক শতাংশ যুবক যুবতি। আমাদের জাতীয় জীবনে যা কিছু অর্জিত হয়েছে তা এই যুব সমাজের কারণেই সম্ভব হয়েছে। দেশ গড়ার জন্য প্রয়োজন দক্ষ যুবক যুবতি। তাই আমাদের যুব সমাজকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

যুব উন্নয়ন অফিসার মো. গোলাম সরোয়ার -এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সাধারন সম্পাদক উজ্জল হোসেন, দৈনিক বাংলাদেশের আলো’র জেলা প্রতিনিধি এস এম আলমগীর চাঁদ, এস টিভির সুলভ খান, দৈনিক জনকণ্ঠের লুৎফর রহমান উল্কাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন