
“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিবাদ্য নিয়ে নাটোরের লালপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) লালপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সকাল সাড়ে দশটায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন লালপুর উপজেলা সমবায় অফিসার আজিজুর রহমান। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার নাজিমুদ্দিন, উপজেলার রংধনু সঞ্চয় সমবায় সমিতির লাল মোহাম্মদ, নতুন কুঁড়ি বহুমুখী সমবায় সমিতির রফিকুল ইসলাম, ওয়ালিয়া শিমুল মহিলা সমবায় সমিতির পক্ষ থেকে শারমিন আক্তার। এ সময় বক্তারা সমবায় সমিতি গঠন, গুরুত্ব এবং চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। এ ব্যাপারে উপজেলা প্রশাসন সমবায়ীদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপজেলা প্রনশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন অঞ্চলের সমবায় সমিতির সদস্য বৃন্দ , সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।