ধামইরহাটে পৌর বিএনপির মতবিনিময় সভা

মোঃউজ্জল হোসেন ধামইরহাট প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪ । ৫:১০ অপরাহ্ণ

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শুক্রবার সন্ধায় ধামইরহাট এম এম সরকারি ডিগ্রী কলেজ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান।

এ সময় পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুর রহমান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভানেত্রী মোসাঃ সামিনা পারভিন পলি, বিএনপি নেতা আলহাজ¦ মো. হানজালা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রহুল আমিন, যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য শামীম কবির মিল্টন, এম এ ওয়াদুদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পৌর কৃষকদল নেতা রিপন প্রমুখ।

আগামি ১৬ নভেম্বর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতি পদে মো. শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক পদে আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান ও আব্দুর রহমান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন এতে পূর্নাঙ্গ সমর্থন প্রদান করেন সাবেক এমপি সামসুজ্জোহা খান।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন