মদনে জিয়া সাইবার ফোর্স কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল

আলী আজগর (পনির) নেত্রকোণা প্রতিনিধিঃ
প্রকাশের সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪ । ৬:০২ অপরাহ্ণ

নেত্রকোণা মদন উপজেলায় ” জিয়া সাইবার ফোর্স কমিটি গঠন করায় এক আনন্দ মিছিল করেন সংগঠনের সকল সদস্য ও নেতাকর্মীরা।
জানা যায়, গত ৩০ অক্টোবর নেত্রকোণা জেলা শাখার সভাপতি, কাঞ্চন মাহমুদ ও সাধারণ সম্পাদক টিপু সুলতান স্বাক্ষরিত মদন উপজেলা শাখার ৫১ সদস্য আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

এরই প্রেক্ষিতে শনিবার ( ২ নভেম্বর) বিকালে জিয়া সাইবার ফোর্সের সভাপতি মোঃ অপু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মামুদুর রহমানে সঞ্চচালনায় উপজেলা দলীয় কার্যলযে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, পৌর ছাত্র দলের সভাপতি মাহমুদ রহমান মিটু, উপজেলা ছাত্র দলের সাবক যুগ্ম আহ্বায়ক, মোঃ লায়ন মিয়া, সাহদাত হোসেন মিলটন, টিপু সুলতান, রবিন হাসান।, বক্তারা বলেন, সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

পরে দলীয় কার্যালয় হতে আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মদন প্রেসক্লাবে এসে শেষ হয়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন