
পাবনায় উৎসবমুখোর পরিবেশে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশের পাবনা জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের খামারবাড়ির অডিটরিয়ামে আয়োজিত এ নির্বাচনে দুটি প্যানেলে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ১১৮ ভোট পেয়ে জয়লাভ করে সভাপতি নির্বাচিত হন আবু সাঈদ শেখ। তার নিকটতম প্রতিদ্বন্দী আলিউজ্জামান।
তিনি পেয়েছেন ৯১ ভোট। নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন এটিএম ফজলুল করিম, সহকারী রিটার্নিং অফিসার ছিলেন আশিকুর রহমান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন।