লালপুরে মাদক ব্যবসায়ী আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি :
প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ । ৬:৪৩ অপরাহ্ণ

নাটোরের লালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে এক কেজি শুকনা গাঁজাসহ জহুরুল (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

ডিবি পুলিশ ও লালপুর থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল উপজেলার আবদুলপুর বাজারে অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, চংধুপইল ইউনিয়নের নাগদহ গ্রামের জহুরুল তার বসত বাড়িতে বিক্রয় করার উদ্দেশ্য অবৈধ মাদক দ্রব্য গাঁজা সংরক্ষণ করে রেখেছেন। উক্ত সংবাদের ভিত্তিতে নাগদাহ গ্রামে অভিযান চালিয়ে পুলিশ জহুরুলকে আটক করে এবং তার বাড়ি তল্লাশী করে খাটের বিছানার নিচ থেকে নীল রঙের টিস্যু পেপারে জড়ানো এক কেজি শুকনো গাঁজা উদ্ধার করে।

এই ঘটনায় ডিবি পুলিশের এস আই বদিউজ্জামান বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, রবিবার (৩ নভেম্বর) দুপুরে আটক জহুরুল কে পুলিশ স্কটের মাধ্যমে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন