সরিষাবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযান

সাঈদ মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ । ৬:৫১ অপরাহ্ণ

জামালপুরের সরিষাবাড়ীতে মা ইলিশ রক্ষা অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

রবিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার ঝালুপাড়া-পিংনা নরপাড়া পর্যন্ত যমুনা নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার।

অভিযান সুত্রে জানা যায়, ২০২৪ ডিমওয়ালা মা ইলিশ রক্ষা অভিযানে নেমেছেন মৎস অধিদপ্তর। সেই ধারাবাহিতায় যমুনা নদীতে থাকা ৪হাজার মিটার কারেন্ট জাল ও ২৫টি রিং জাল জব্দ করা হয়। এছাড়া ৪শত মিটার বানা বাধ অপসারণ করেন। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনিষ্ঠ করে করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময়ম উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো: আব্দুল্লাহ আকন্দ এবং সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া ও অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন