সখিপুরে জাতীয় সমবায় দিবস পালন

মোঃ হাফিজুর রহমান বিশেষ প্রতিনিধিঃ
প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ । ৬:৫২ অপরাহ্ণ

টাঙ্গাইলের সখিপুর উপজেলা সেমিনার কক্ষে “সমবায়ে গড়ছি দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (২নভেম্বর)সকাল ১১ টায় সেমিনার কক্ষে উপজেলা বিভিন্ন অঞ্চলের সমবায়ের আওতায়ভুক্ত সদস্যের উপস্থিতিতে সমবায় সংক্রান্ত উন্নয়ন কর্মসূচি ও সমন্বয় সৃষ্টির লক্ষ্যে আলোচনা ও র্যালির আয়োজন করা হয়। সমবায় সমিতির সদস্যের গঠিত নিবন্ধন সুবিধা, আইনগত পরামর্শ সমবায় আন্দোলন সম্প্রসারণ ও আত্ম-কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বক্তারা আলোচনা করেন।

এ অনুষ্ঠানে জেলা সমবায় পরিদর্শক মো. শহীদুল্লাহ ভূইয়ার সভাপতিত্বে বিআরডিপির চেয়ারম্যান ফরহাদ ইকবালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী। এছাড়া আরো উপস্থিত ছিলেন- কৃষি অফিসার নিয়ন্তা বর্মণ,পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন,উপজেলা জামাত- ই ইসলামের আমির আল আমিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন